এবার এলজিবিটিআই আন্দোলনের নেত্রীর মুখেও উঠে এলো  উত্তরবঙ্গ পিছিয়ে পড়ার কথা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ মে ২০২২ : এবার এল জি বি টি আই আন্দোলনের নেত্রীর মুখেও উঠে এলো  উত্তরবঙ্গ পিছিয়ে পড়ার কথা।

১৭ই মে, জলপাইগুড়িতেও পালিত হলো হোমোফোবিয়া, বিফোবিয়া এবং ট্রান্সফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস। মঙ্গলবার জলপাইগুড়ির একটি সভা কক্ষে এই উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এই আন্দোলনের সঙ্গে যুক্ত কলকাতা থেকে আগত অপর্ণা বন্দ্যোপাধ্যায়।

তিনি এই আন্দোলন প্রসঙ্গে বলতে গিয়ে জানান, মানুষেরা আমাদের বলেন দীর্ঘদিন থেকে দক্ষিণ বঙ্গের তুলনায় উত্তরবঙ্গের উন্নয়ন অনেকটাই থেমে গেছে। তাই আজ এই অঞ্চলে যারা আন্দোলন করছে তাদের ডাকেই এখানে আসা এবং এই অঞ্চলের মানুষের পাশাপাশি প্রশাসনের সঙ্গেও আমাদের যে সামাজিক সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসেছি। তিনি আরো বলেন, শিক্ষা থেকে নানান ধরণের যে সুযোগ সুবিধাগুলো আমাদেরও পাওয়ার কথা কিন্তু আমরা আজও পাইনি। সেগুলো যাতে পেতে পারি সেই লক্ষ্যে পৌঁছনোর জন্যই এই আন্দোলন। এদিনের এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে সভার মাঝেই পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।

অপর এক ট্রান্স ম্যান তথা ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভলপমেন্ট বোর্ডের সদস্য প্রমিস দে সরকার অনেক কথার মধ্যে একটি কথাই সমস্ত অভিভাবক থেকে সমাজের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান করেন, আসুন, দেখুন,  মিশুন, বুঝুন, আমরাও আপনাদেরই মতোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *