সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ আগস্ট’২৩ : জলপাইগুড়ি শহরে টোটোর ভাড়া কমানোর প্রতিবাদে এবার পরিবারের সদস্যদের নিয়ে পথে নেমে আন্দোলন করতে চলেছেন বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার ডিবিসি রোডের বামপন্থী জেলা দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বামপন্থী টোটো ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার।
গঙ্গার ভাঙনে নদীগর্ভে আস্ত পুলিশ ক্যাম্প; নিজেদের বাড়িঘর নিয়ে আতঙ্কে স্থানীয়রা
তিনি বলেন, জলপাইগুড়ি পুরসভা গত ১ জুন ৫ টাকা টোটোর ভাড়া বৃদ্ধি করেছিল; কিন্তু সেই ভাড়া ফের কমিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৫ আগস্ট থেকে ফের ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। টোটো ইউনিয়নের অভিযোগ, এরফলে একদিকে টোটো চালকদের যেমন সমস্যার মধ্যে পড়তে হবে, তেমনি অতিরিক্ত ট্যাক্স জলপাইগুড়ি পুরসভা কে দিতে হচ্ছে। সব মিলিয়ে টোটো চালকদের নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে।
জলপাইগুড়ির বর্তমান পুর বোর্ডকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা শহরবাসীর
এ বিষয়ে এক টোটো চালক বলেন, ভাড়া কমিয়ে দেওয়া হলে আমরা চলবো কিভাবে। তাই বাধ্য হয়ে আমাদের পরিবারের ছেলে বউদের নিয়ে অবস্থান আন্দোলন করতে হবে।