আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ ফেব্রুয়ারি’২৪ : আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর তার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়া বিভিন্ন বিদ্যালয়গুলোতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। চলছে পরীক্ষা কেন্দ্রগুলোতে সিট নম্বর বসানোর কাজ। উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর জলপাইগুড়ি জেলা থেকে১৮৫০০ জন পরিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

যার মধ্যে ছাত্রী সংখ্যা ১১ হাজার আর ছাত্র সংখ্যা ৭৫০০ জন। পরিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। এবছর জেলায় মোট ৭৫টি ভেনু থাকছে, এরমধ্যে মেইন ভেনু ১৭টি। গোটা জেলায় ১১টি স্পর্শকাতর ভেনু থাকছে। পরীক্ষা চলবে তিন ঘণ্টা পনেরো মিনিট। শুরু হবে ৯.৪৫ মিনিট থেকে। শেষ হবে বেলা ১টায়। তিন ঘন্টা পনেরো মিনিট ধরে চলবে পরীক্ষা। তাই আজ বিভিন্ন বিদ্যালয়গুলোতে পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি সিট নম্বর বসানোর কাজ চলছে। শহরের দেশবন্ধু নগর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল জোর কদমে চলছে সিট নাম্বার বসানোর কাজ।

This year's higher secondary examination is starting from tomorrow

স্কুলের শিক্ষক পার্থ বিশ্বাস জানান, তাদের এখানে দুটি স্কুলের পরিক্ষার্থীদের সিট পড়েছে। দেবনগর সতীশ লাহিড়ী ও জলপাইগুড়ি হাই স্কুলের ১৩০জন পরিক্ষার্থী পাঁচটি কক্ষে পরীক্ষা দেবে। পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিট থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *