সংবাদদাতা, জলপাইগুড়ি, ২ ফেব্রুয়ারি’২৪ : আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এদিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৫০০ জন। যা গত বছরের তুলনায় ৯০০ জন বেশী। শুধু তাই নয় গতবারের হিসাব অনুসারে এবারে ৫০০ জন ছাত্র এবং ৪০০ জন ছাত্রী বেশী পরীক্ষায় বসতে চলেছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় জেলায় ছাত্র সংখ্যা রয়েছে ১০ হাজার ৭০০ জন এবং ছাত্রী ১৪ হাজার ৮০০ জন।

এবছর জেলাতে মোট ৯৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এরমধ্যে ২১টি মেইন পরীক্ষা কেন্দ্র ও সাব সেন্টার ৭৬ টি। পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকছে।

ছাত্রছাত্রীদের জীবনের এটাই প্রথম বড় পরীক্ষা। তাই আজ সঠিক সময়ের আগে যার যার পরীক্ষা কেন্দ্রগুলোতে এসে পরীক্ষায় বসছে তারা। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বিভিন্ন বিদ্যালয়ের সামনে। এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র গুলিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত ধরনের প্রশাসনিক ব্যবস্থা লক্ষ্য করা গেছে।