বিশ্বজিৎ নাথ, ৩ জুন : ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর দীঘির পাড় এলাকায় সোমবার দুপুরে হঠাৎ চাঞ্চল্য। জগদ্দল থানার পুলিশ একটি বাড়ি থেকে আটক করল তিনজন বাংলাদেশি নাগরিককে। আটক ব্যক্তিরা হলেন—আসবুল রহমান, জুয়েল এবং আবিদ। স্থানীয় সূত্র বলছে, এই তিনজনই বাংলাদেশের আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

পুলিশ জানিয়েছে, ওই তিনজন স্বাস্থ্য ভিসা নিয়েই ভারতে এসেছেন এবং তাঁদের সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
আটকদের আশ্রয়দাতা হিসেবে উঠে এসেছে বিকাশ মণ্ডল নামের এক ব্যক্তির নাম। তাঁর ঘনিষ্ঠ অনিরুদ্ধ বিশ্বাস জানিয়েছেন, “ওঁরা বিকাশদার পরিচিত। বহুদিন ধরেই এখানে রয়েছেন চিকিৎসার কারণে। ভিসা-পাসপোর্ট নিয়েই এসেছেন, পালিয়ে আসার প্রশ্নই নেই।”

এ বিষয়ে এক পুলিশ আধিকারিক বলেন, “তাঁরা বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে এসেছেন বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে—তাঁরা এই সময়ে কোথায় কোথায় গেছেন, কার সঙ্গে যোগাযোগ করেছেন ইত্যাদি।”