গুরুত্ব না পেয়ে দলীয় পদ থেকে ইস্তফা ময়নাগুড়ির তিন তৃণমূল নেতার

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ মার্চ’২৪ : লোকসভার প্রার্থীপদ ঘোষণা হতেই তৃনমূলের তিন নেতা দলীয় পদ থেকে ইস্তফা দিলেন। এতে দলের অসন্তোষ প্রকাশ্যে এল। ঘটনাটি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের। উল্লেখ্য, রবিবার ব্রিগেডের সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এদিকে দলে থেকে কোনো মর্যাদা না পাওয়ায় নির্বাচনের প্রাক্কালে দলীয় পদ থেকে ইস্তফা চেয়ে হোয়াটস অ্যাপ মারফত জেলা সভানেত্রীকে চিঠি দিলেন ময়নাগুড়ির তিন নেতা বলে জানা গিয়েছে।

তারা হলেন দলের জলপাইগুড়ি জেলা সম্পাদক সমীরণ পাল, জেলা কমিটির সদস্য তথা ময়নাগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিতাভ চক্রবর্তী এবং ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অপু রাউত। এই নিয়ে সোমবার ময়নাগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন তিন নেতা। তাদের অভিযোগ, দলের প্রতিষ্ঠালগ্নের সদস্য হয়েও দলে পদ থাকলেও সেভাবে মর্যাদা দেওয়া হয় না। জেলার কয়েকজন নেতৃত্ব যা করবেন সেটাই চূড়ান্ত। দলে চলছে একনায়কতন্ত্র। পদ আছে, কিন্তু কোন দায়িত্ব নেই। দলের মধ্যে তাদের ব্রাত্য করে রাখা হয়েছে। দলের পদে থেকেও তাদের কোনো মর্যাদা না থাকায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তারা জানান, বহু পুরনো কর্মী হতাশ হয়ে বসে রয়েছেন। অনেকেই আবার দলত্যাগ করছেন। তবে দল চাইলে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর হয়ে তারা কাজ করবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *