শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারি: শাসক দল পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের নতুন বোর্ডের তিন বছর পূর্তি উপলক্ষে শনিবার দিনবন্ধু মঞ্চে আয়োজিত হতে চলেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। সোমবার পুরনিগমের শোভাকক্ষে এক সাংবাদিক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
মেয়র গৌতম দেব জানান, তিন বছর পূর্তি উপলক্ষে দিনবন্ধু মঞ্চে শিলিগুড়ির বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি, বিগত তিন বছরে পুরনিগমের কাজের খতিয়ান, উন্নয়নমূলক প্রকল্প এবং জনকল্যাণমূলক উদ্যোগের একটি রিপোর্ট কার্ড প্রকাশ করা হবে।

তিন বছর পূর্তি উদযাপনকে আরও স্মরণীয় করে তুলতে সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা থেকে আগত প্রখ্যাত সংগীত শিল্পী শুভমিতা ব্যানার্জি তাঁর সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করবেন।
শিলিগুড়ি পুরনিগমের এই তিন বছর পূর্তির অনুষ্ঠান শুধুমাত্র উদযাপন নয়, বরং নাগরিকদের প্রতি জবাবদিহির বার্তাও বহন করবে। একইসঙ্গে শিলিগুড়িবাসী একটি সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হতে চলেছেন, যা মনে রাখার মতো হবে।