সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ অক্টোবর : বাঘের বাচ্চা দেখা গেল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধোলাবাড়ি গ্রামে। শুক্রবার স্থানীয় কবরস্থানে গরুর জন্য ঘাস কাটতে গেলে পাশে একটি জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘকে লাফিয়ে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাঘটি লাফিয়ে চলে গেলে তারা কাছে গিয়ে দেখতে পান তিনটি বাঘের ছানা খুবই ছোট ছোট ওখানে রয়েছে যাদের এখনো চোখ ফোটেনি। এরপর তারা পদ্মশ্রী করিমুল হককে বিষয়টি জানালে তিনি বনদপ্তরের সাথে যোগাযোগ করেন। স্থানীয়রা ওই ছানা তিনটিকে বাঘের বাচ্চা বলেই দাবি করেন।

এ বিষয়ে পদ্মশ্রী করিমুল হক জানান, এই এলাকায় বাঘের উৎপাত রয়েছে। মাঝে মধ্যেই বাঘ এসে লোকালয় থেকে গরু বা ছাগলের বাচ্চা নিয়ে চা বাগানের মধ্যে ঢুকে পড়ে। করিমুল বাবু বলেন, তার নিজেরও ছাগল বাঘে এরকম করে খেয়েছে। তিনি বনদপ্তরের কাছে বাঘ ধরার খাঁচা পাতার আর্জি জানালেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং উৎসাহী মানুষের ভিড় চোখে পড়েছে।