নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ জুন ২০২২ : এক রাতের এক নাগাড়ে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হল জলপাইগুড়ির খড়িয়া অঞ্চলের পুরাতন পাণ্ডাপাড়া ও পরেশমিত্র কলোনী পাকুড়িতলা এলাকায় । ভোগান্তিতে ওই এলাকার প্রায় শ’খানেক পরিবার। প্রবল বৃষ্টিতে ওই এলাকার বিভিন্ন বাড়িতে ও রাস্তায় জল জমে যায় বলে দাবি। এর জেরে স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েন এদিন। তড়িঘড়ী এলাকার বাসিন্দারা নিজেরাই কোদাল দিয়ে রাস্তা কেটে জল বের করার উদ্যোগ গ্রহণ করেন। এলাকাবাসীর অভিযোগ ভোট আসে ভোট যায়, কিন্তু এলাকার সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই এখনো রয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা শিখা দাসগুপ্তর অভিযোগ, দীর্ঘ ১৪ বছর ধরে এখানকার বেহাল অবস্থা। একটু বৃষ্টিতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাড়িতে ও রাস্তায় জল জমে যায়। স্কুল, কলেজ, অফিস, আদালত সহ বিভিন্ন কাজে যাওয়ার এটাই তাদের প্রধান সড়ক। রাস্তার উপর জল জমে থাকায় যাতায়াতে সমস্যা হচ্ছে তাদের বলে অভিযোগ।
এলাকার অপর বাসিন্দা গৌতম ঘোষ ও উদয় দাসগুপ্ত বলেন, এখানে রাস্তার পাশে নিকাশি নালা না থাকায় একটু বৃষ্টি হলেই এলাকায় জল দাঁড়িয়ে যাচ্ছে। আর এতে ভুগতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয় পঞ্চায়েতকে সদস্যকে অনেকবার বলা সত্বেও কিছু হয়নি কোন অভিযোগ। অবিলম্বে এই এলাকার জলাবদ্ধতার সমস্যা দূর করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।
😊এ বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ চন্দ বলেন, যে জায়গাটাতে জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছে সেটি বাড়ি করার জায়গা না, ওই জায়গাটি একটি খেতি জমি। অনেকেই সেখানে বাড়ি তৈরি করে ফেলেছেন। আমরা নতুন রাস্তার প্রস্তুতি শুরু করেছি, কিন্তু এখন বালি পাথরের অপ্রতুলতার কারণে কাজ শুরু করা যায়নি, তবুও যাতে ড্রেনের সমস্যা দূর করা যায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।