এসটিএফ’এর হাতে শীর্ষ কেএলও জঙ্গি মাধব মন্ডল ওরফে মালখান সিং

অরুন কুমার : দীর্ঘদিন ধরে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স খুঁজছিল কেএলও শীর্ষ জঙ্গি অন্যতম মাধব মন্ডল ওরফে মালখান সিং’কে। মালখান সিং কেএলও জঙ্গি জীবন সিংয়ের অত্যন্ত কাছের লোক বলে পরিচিত। ইতিপূর্বে ভুটানের জঙ্গলে জঙ্গি প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি প্রতিবেশী একটি দেশে থাকাকালীন মালখান সিং ওরফে মাধব মন্ডল অত্যাধুনিক অস্ত্র চালনার পাশাপাশি জঙ্গি অভিযানে অংশ নিয়েছিল বলে পুলিশের সূত্রে জানা গেছে। মালখান সিং এর বাড়ি মালদা জেলায়। মালখান সিংহের বিরুদ্ধে একাধিক অপহরণ খুন ডাকাতি অস্ত্র ছিনতাই সহ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাতে তাকে ভারত নেপাল সীমান্তবর্তী পানিট্যাংকি লাগোয়া খড়িবাড়ি অঞ্চল থেকে ধরে স্পেশাল টাস্ক ফোর্স। টাস্ক ফোর্স এর ডিএসপি সুদীপ ভট্টাচার্য জানিয়েছেন, তাকে ধরা হয় একটি বাড়ি থেকে এবং এরপর বৃহস্পতিবার মালখানকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে তাকে ১১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মহকুমা বিভাগীয় বিচারক। রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে অবস্থান কালে কেএলও শীর্ষ জঙ্গি ধরা পড়ায় উত্তরবঙ্গে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *