বহরমপুর : টোটো চালকের গলার নলি কেটে খুন করে টোটো ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতি। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর শহরের মধ্যে।
মৃতের নাম কেয়াসিস শেখ (৪৭)। বাড়ি বহরমপুরের পুরাতন হাসপাতাল মোড় সংলগ্ন আম্বেদকর পল্লী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বহরমপুরের মোল্লাগেড়ের ধারে মঙ্গলবার গভীর রাতে টোটোওয়ালা কেয়াসিস শেখের গলার নলি কেটে টোটো ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতী।
পরে টোটো নিয়ে পালানোর সময়ে রাধারঘাট-১ পঞ্চায়েতের উত্তরপাড়া মোড়ের কাছে একটি লরির সঙ্গে ধাক্কা মারে।
তখন অন্য এক জন টোটো চালক সেই টোটো দেখে চিনতে পারেন। ওই টোটো আটকে দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলে বেগতিক বুঝে টোটো ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতি। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।