জলপাইগুড়িতে ধস্তাধস্তিতে জড়ালেন টোটো চালক এবং পুলিশরা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট’২৩ : শনিবার জলপাইগুড়িতে ধস্তাধস্তিতে জড়ালেন টোটো চালক এবং পুলিশরা। টোটো চালকদের কাছ থেকে অতিরিক্ত কর নেওয়া সহ টোটোর ভাড়া কমিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদে নামলেন টোটো চালকরা।

Toto drivers and police involved in a scuffle in Jalpaiguri

শনিবার জলপাইগুড়ির দিশারী মোড় এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান তারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল‍্য সৃষ্টি হয় গোটা এলাকায়। টোটোর ভাড়া কমিয়ে দেওয়ার প্রতিবাদে বামপন্থী টোটো ইউনিয়ন দিশারী মোড়ে একটি বিক্ষোভ সভার আয়োজন করেছিল।

টোটো ইউনিয়নের বক্তব্য, দীর্ঘদিন আন্দোলনের ফলে পাঁচ টাকা টোটোর ভাড়াবৃদ্ধি হয়েছিল। কিন্তু জলপাইগুড়ি পুরসভা ফের সেই বর্ধিত পাঁচ টাকা ভাড়া কমিয়ে দিয়েছেন। এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সভা। টোটো ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন, বারবার আন্দোলনের ফলে টোটোর ভাড়া বৃদ্ধি পাঁচ টাকা করা হয়েছিল। কিন্তু ফের ভাড়া ৫ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। তাই আজকের এই বিক্ষোভ সভা। এ বিষয়ে পুরমাতা পাপিয়া পাল বলেন, যা সিদ্ধান্ত হয়েছে তাই বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *