সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ সেপ্টেম্বর : মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের কয়েকশো টোটো চালক জলপাইগুড়ি পুরসভায় এসে বিক্ষোভে ফেটে পরেন, কারণ পুজোর আগে বাহাদুর অঞ্চলের টোটোকে ইচ্ছাকৃতভাবে জলপাইগুড়ি শহরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলে তাদের অভিযোগ। তারা পুরসভার এনিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

যদিও এই আন্দোলন প্রসঙ্গে বাহাদুর অঞ্চলের এক টোটো চালক জানান, পুজোর আগে আমাদের শহরে ঢুকতে বাধা দেওয়ায় আমাদের রুটি রুজিতে টান পরেছে। তার অভিযোগ, অন্য গ্রামীন এলাকার টোটো শহরে ঢুকতে পারলেও শুধুমাত্র বাহাদুর অঞ্চলের টোটো শহরে ঢুকতে পারছে না। তাদের গ্রামের মানুষ সবাই গরীব। সরকারি বা বেসরকারি সংস্থা থেকে ঋণ করে তারা টোটো কিনেছেন। এখন যদি তারা শহরে টোটো চালাতে না পারেন তবে সংসার চালাবেন কি করে। কারন গ্রামে আর কয়টা ভাড়া পাবেন তারা। পুরসভা কি গ্রাম আর শহরের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন প্রশ্ন তার।