
শিলিগুড়ি :- টোটো চুরির অভিযোগে চোপড়া এলাকার বাসিন্দা আনসারুল হককে গ্রেপ্তার করল পানিটেংকি ফাঁড়ির পুলিশ। অভিযোগ, গত ৬ আগস্ট আশ্রমপাড়া এলাকা থেকে সঞ্জয় চৌহানের মালিকানাধীন একটি টোটো চুরি হয়। পরদিনই টোটোমালিক লিখিত অভিযোগ দায়ের করেন পানিটেংকি ফাঁড়িতে।

অভিযোগের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও বিভিন্ন সূত্রে তথ্য জোগাড় করে অভিযুক্তকে ইসলামপুরের চোপড়া থেকে পাকড়াও করে। পরে তাকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়।
তদন্তে জানা যায়, শিলিগুড়িতে এসে টোটোটি চুরি করেছিল আনসারুল, কিন্তু চার্জ ফুরিয়ে গেলে সূর্যসেন পার্কের পাশে ফাঁকা জায়গায় সেটি ফেলে রেখে যায়। সেখান থেকেই টোটোটি উদ্ধার করে পুলিশ।