বিশ্বজিৎ নাথ : বৃহস্পতিবার বেলা নাগাদ ব্যারাকপুরে গঙ্গা তীরবর্তী উৎস ধারা প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য।

প্রকল্পটি পরিদর্শনে আসার আগে পূর্ত সচিব অন্তরা আচার্য কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ত সচিব বলেন, “উৎস ধারা প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এটি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “ব্যারাকপুরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যা সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে তুলে ধরতেই এই প্রকল্পের উদ্যোগ। প্রকৃতির সান্নিধ্যে সাধারণ মানুষের মেলবন্ধন ঘটানোও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।”

এছাড়াও, মহাত্মা গান্ধী ও মঙ্গল পান্ডের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের যথাযথ মর্যাদা দেওয়ার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে।
কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ কাজের অগ্রগতির বিষয়ে পূর্ত সচিব জানান, “নদিয়ার বড় জাগুলি থেকে বিরাটি পর্যন্ত সম্প্রসারণ কাজ ২০২৬ সালের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।”
উৎস ধারা প্রকল্প এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ – উভয়ই রাজ্যের পরিকাঠামো উন্নয়নে এক বড় পদক্ষেপ, যা সাধারণ মানুষ এবং পর্যটকদের সুবিধা দেবে।