কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ১ জানুয়ারি’২৪ : বছরের শেষে ডুয়ার্স বেড়াতে এসে প্রাণ হারালেন এক পর্যটক। মৃত ব্যক্তির নাম প্রদীপ সাহা (৪৮), বাড়ি নদীয়ার নাকাশিপাড়ায়।
জানা গেছে, প্রদীপ সাহা তার পরিবারের পাঁচজন সদস্যকে নিয়ে ডুয়ার্স বেড়াতে এসেছিলেন। গতকাল, ৩১ ডিসেম্বর তারা জলদাপাড়া ফরেস্টে চিলাপাতা জঙ্গলে বেড়াতে যান। সেখানেই প্রদীপ সাহা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি করে বীরপাড়া হাসপাতালে ভর্তি করান।বীরপাড়া হাসপাতালে প্রদীপ সাহা বেশ কিছুক্ষণ চিকিৎসাধীন ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে তাকে ছুটি দেওয়া হয়। এরপর তিনি ধুপগুড়ি শহরের চার নম্বর ওয়ার্ডের বামনি ব্রিজে এসে আবারো অসুস্থ হয়ে পড়েন।
সঙ্গে থাকা পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে টুকটুকিতে করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।