রংটংয়ের কাছে ফের লাইনচ্যুত টয় ট্রেন, অল্পের জন্য রক্ষা পর্যটকেরা

শিলিগুড়ি, ৫ জুলাই : নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয় ট্রেনে ফের ঘটল লাইনচ্যুতির ঘটনা। শনিবার দুপুর নাগাদ ট্রেনটি শিলিগুড়ি থেকে ছাড়ার প্রায় এক ঘণ্টা পর রংটং স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত হয় একটি এসি কোচ

তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও যাত্রী হতাহত হননি। সকলেই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছেন রেল আধিকারিকরা। সঙ্গে সঙ্গেই রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত কোচটিকে লাইনে ফেরত আনার কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার রওনা দেয় ঐতিহাসিক পাহাড়ি ট্রেনটি।

প্রসঙ্গত, সম্প্রতি পাহাড়গামী এই ঐতিহ্যবাহী টয় ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। আজকের ঘটনাও সেই উদ্বেগ আরও বাড়াল পর্যটক ও স্থানীয়দের মধ্যে।

Toy train derails again near Rangtong; tourists barely escape

রংটংয়ে লাইনচ্যুত টয় ট্রেনে কোনও বড় ক্ষয়ক্ষতি না হলেও প্রতিবারই এই ধরনের দুর্ঘটনা প্রশ্ন তোলে রেলের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে। আনন্দযাত্রা যেন আতঙ্কে পরিণত না হয়, সে দিকেই এখন নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *