জলপাইগুড়ি : পুনঃনির্বাচিত জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়কে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হল বৃহস্পতিবার।

এদিন শহরের বাবুপাড়াস্থিত সুভাষ ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় সাংসদ জয়ন্ত কুমার রায়কে। এদিন ফুলের তোড়া, উওরীয়, মানপত্র, মিষ্টি মুখের মধ্যে দিয়ে সংবর্ধিত করা হয়। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের কার্যকরী সভাপতি বিকাশ দাস বলেন, দ্বিতীয়বারের জন্য নির্বাচিত সাংসদ জয়ন্ত কুমার রায়কে সংবর্ধিত করা হল।

এছাড়াও এদিন জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের নিরিখে কিছু দাবীপত্র তুলে দেওয়া হয় সাংসদকে। সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, খুবই আনন্দের বিষয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে, এর সঙ্গে ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে জলপাইগুড়ির উন্নয়নের জন্য যে দাবীগুলো আমার কাছে পেশ করা হয়েছে সেই বিষয়গুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আন্তরিকভাবে সচেষ্ট হবো আগামিতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক অভ্ৰ বোস সহ অন্যান্য পদাধিকারীরা।