বোমাবাজি ও দুষ্কৃতী তান্ডবের প্রতিবাদে জগদ্দলের ব্যবসায়ীরা রাস্তায় আনাজ ফেলে পথ অবরোধে সামিল

বিশ্বজিত নাথ, কলকাতা, ১৭ জুলাই ২০২২ : শুক্রবার সন্ধেয় যুবক খুনের পর থেকেই তপ্ত জগদ্দল। বোমাবাজি অব্যাহত। শনিবারও ভয়ে দোকানপাট বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা। ওইদিন সকালে বোমাবাজি হয় বাজার সংলগ্ন এলাকায়। রবিবার সকালেও বোমাবাজি হয়। অভিযোগ, একদল দুষ্কৃতী অতর্কিতে হানা দিয়ে দোকানপাট বন্ধ রাখতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে দোকানদাররা অনাজপত্র রাস্তায় ফেলে দেয়। এর প্রতিবাদে এদিন সকাল ন’টা থেকে ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় জগদ্দল বাজারের ব্যবসায়ীরা। পুলিশ কমিশনার অজয় ঠাকুর পৌনে দশটা নাগাদ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেয়। এরপর সাংসদ অর্জুন সিং এসে গোটা বাজার পরিদর্শন করেন। ব্যবসায়ীদের সঙ্গে তিনি কথা বলেন। পুলিশকে তিনি নির্দেশ দেন বাজারের দুদিক থেকে দুষ্কৃতীরা এসে বোমা মারছে। ওই দুটি পকেট পুলিশকে সিল করে দেওয়ার তিনি নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *