গ্যাংটক, ৩০ মে : উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনা—পর্যটক নিয়ে যাওয়ার সময় তিস্তা নদীতে পড়ে গেল একটি গাড়ি। বৃহস্পতিবার রাতে চুংথাং থেকে মুনশিষ্ঠাং যাওয়ার পথে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। এখনও পর্যন্ত গাড়িতে থাকা ১১ জন যাত্রীর মধ্যে ৯ জন নিখোঁজ।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পেছনে রয়েছে ভয়াবহ আবহাওয়া ও বিপজ্জনক পাহাড়ি রাস্তা। খারাপ আবহাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে পড়ে তিস্তার প্রবল স্রোতে।

ঘটনার পরই চুংথাং-এর এসডিপিও-র নেতৃত্বে শুরু হয় তৎপর উদ্ধার কাজ। সিকিম পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি ও জেলা প্রশাসনের যৌথ তৎপরতায় রাতভর চলে অভিযান। এখনও পর্যন্ত দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের অবস্থা সংকটজনক, চিকিৎসা চলছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে।

প্রশাসন জানিয়েছে, নিখোঁজ যাত্রীরা মূলত পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে আগত পর্যটক। শুক্রবার সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি অভিযান। তিস্তার তীর ঘেঁষে চলছে খোঁজ, নামানো হয়েছে ডুবুরি ও ড্রোনও।

স্থানীয় প্রশাসনের বক্তব্য, তিস্তার জলপ্রবাহ ও দুর্গম ভূপ্রকৃতি উদ্ধারকাজকে কঠিন করে তুলছে। তবে যতক্ষণ না নিখোঁজদের হদিস মিলছে, অভিযান থামবে না—এমনটাই জানিয়েছে প্রশাসন।

এই দুর্ঘটনা পাহাড়ি অঞ্চলে পর্যটন নিরাপত্তা ও আবহাওয়ার আগাম সতর্কতার গুরুত্ব ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।