NH-12-এ মর্মান্তিক দুর্ঘটনা: কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীর মৃত্যু

মুর্শিদাবাদ, নবগ্রাম: শনিবার সকালে মুর্শিদাবাদের নবগ্রামের পলসনডা এলাকায় NH-12 জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন পুলিশকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎবাবু নবগ্রাম থানায় ভিলেজ পুলিশ (ভিপি) পদে নিযুক্ত ছিলেন। তাঁর বাড়ি নবগ্রামের নারায়নপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিউটিরত অবস্থায় অভিজিৎবাবুকে একটি দ্রুতগতির ১৬ চাকা লরি চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে লরির চালককে আটক করেন এবং নবগ্রাম থানার পুলিশের হাতে তুলে দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরি এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়। ইতোমধ্যেই চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Tragic accident on NH-12: Policeman dies on duty

অভিজিৎবাবুর এই অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার এবং সহকর্মীদের মতে, তিনি অত্যন্ত দায়িত্বশীল ও কর্মঠ পুলিশকর্মী ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী এবং সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *