শিলিগুড়ি: কুয়াশাচ্ছন্ন সকালে শিলিগুড়ি- জলপাইগুড়ি জাতীয় সড়কে বন্ধুনগর সংলগ্ন এলাকায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের।
জানা গিয়েছে, রাজগঞ্জের ভোলাপাড়া এলাকার বাসিন্দা দিলোয়ার হোসেন (৩৫) প্রতিদিনের মতোই নিজের বেসরকারি কোম্পানির সিকিউরিটি গার্ডের কাজের উদ্দেশ্যে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে তাঁকে ধাক্কা মারে এবং চাকায় পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুনগর এলাকায় দুর্ঘটনার ঘটনা লাগাতার বেড়ে চলেছে। গত এক মাসে প্রায় পাঁচটি দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন একাধিক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এই জাতীয় মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
প্রশাসনের নজরদারি এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।