ডুয়ার্স: বিশ্বকর্মা পুজোর সকালেই ডুয়ার্সে ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বুধবার সকালে জলপাইগুড়ি জেলার মালবাজারের আর্মি মোর এবং দমকল কেন্দ্রের মাঝামাঝি জাতীয় সড়কে এক ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন এক বেসরকারি নিরাপত্তা কর্মী, গুরুতর আহত মাল শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশীষ পাল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর থেকেই ঝরঝর বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে করে কাজে যাচ্ছিলেন দেবাশীষ পাল ও তাঁর সহকর্মী। সেই সময় বাঁকে ওপরে থেকে দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা খায় তাঁদের বাইক। প্রচণ্ড জোরে ধাক্কায় দুই আরোহী ছিটকে পড়েন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে গিয়ে চাপা দেয় বাইক আরোহীদের একজনকে।

খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও দমকল। ভ্যানের নিচ থেকে উদ্ধার করা হয় নিরাপত্তাকর্মীর নিথর দেহ। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় দেবাশীষ পালকে নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে।

দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ইতিমধ্যেই পুলিশ ভ্যানটিকে আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।