ক্রান্তি ব্লকে মর্মান্তিক পথ দুর্ঘটনা: প্রাণ হারালেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

জলপাইগুড়ি : ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন হুদুরডাঙ্গা বিএফপি স্কুলের প্রধান শিক্ষক শফিউল হক। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্রান্তির দিকে যাওয়ার পথে জলপাইগুড়ি থেকে সেবকের দিকে যাওয়া দুই বাইক আরোহীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শফিউল হক।

দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। ক্রান্তি পুলিশ ফাঁড়ি দ্রুত এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাল থানায় পাঠায়। আহত বাইক আরোহী, ১৮ বছর বয়সী তুহিন গোস্বামীকে গুরুতর অবস্থায় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের মতে, শফিউল হক একজন জনপ্রিয় ও মিশুক স্বভাবের মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর শুনে তার আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন।

রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি ক্যানেল রোডে স্পিড ব্রেকার স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং বাইক চালকদের সংযতভাবে গতি নিয়ন্ত্রণের আবেদন জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ব্যবহৃত বাইক দুটিকে জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এদিকে, শফিউল হকের অকাল প্রয়াণে তার সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *