উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুর জেলার গাইসাল রেলস্টেশনে মঙ্গলবার দুপুরে ঘটে গেল এক দুর্ঘটনা। শিলিগুড়ি- মালদা ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনের পিছনের ইঞ্জিনে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন শতাধিক যাত্রী।

রেল সূত্রে জানা গেছে, গাইসালের নর্থ কেবিনের কাছে আগুনের হলকা প্রথম দেখতে পান ট্রেনের গার্ড। তিনিই জরুরি ভিত্তিতে চালককে সতর্ক করে দেন। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। এক মুহূর্ত দেরি হলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত। সময়মতো যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ায় কেউ হতাহত হননি।

দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় গুঞ্জরিয়া স্টেশনে সাময়িকভাবে আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস-সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং কোনো প্রাণহানির খবর নেই। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি না কোনো বহিঃশক্তির হাত রয়েছে তার পেছনে— সব দিকেই নজর রাখা হচ্ছে।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে, ট্রেনের নিরাপত্তা নিয়ে। নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি থাকলে এই ধরনের দুর্ঘটনা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।