জলপাইগুড়ি : চা শ্রমিকদের স্বনির্ভর করতে কেন্দ্রের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের উদ্যোগে চলছে দেড় মাসের প্রশিক্ষণ। এরই অঙ্গ হিসেবে সোমবার জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া শনি মন্দির সংলগ্ন মনিষী পঞ্চানন বর্মা ভবনে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য চা শ্রমিকদের আত্মনির্ভর করে তোলা। ডেঙ্গুয়াঝার চা বাগানের ২৯ জন মহিলা শ্রমিককে পোশাক তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শিবিরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরা উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের ব্যাঙ্ক লোনের জন্য আবেদন প্রক্রিয়া এবং তার সুবিধাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিবিরে উপস্থিত ছিলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বেনু রঞ্জন সরকার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিভিন্ন আধিকারিক।
এই ধরনের উদ্যোগ চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।