কামারহাটির ষষ্ঠীতলায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৪ জানুয়ারি’২৪ : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। কামারহাটির ষষ্ঠীতলায় বৃহস্পতিবার দুপুরের ঘটনা। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী আসিফ ওরফে কাল্লুকে আশঙ্কাজনক অবস্থায় কামারহাটির সাগরদত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Trinamool activist shot dead in Shastithila of Kamarhati

প্রত্যক্ষদর্শী করণ জানায়, প্রথমে গাড়ি করে ছয়জন এসে এলাকা ঘুরে যায়। কিছুক্ষনের মধ্যেই ওরা ফের ঘুরে আসে। চারজন গাড়ি থেকে নেমে গুলি কাল্লুকে লক্ষ্য করে গুলি চালায়। কাল্লু ভাইয়ের পায়ে ও হাতে গুলি লাগে। স্থানীয়দের দাবি, আগত ছয়জনের মধ্যে তিনজন এলাকার। পুলিশ জানিয়েছে, কারা, কেন গুলি চালিয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *