সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ আগস্ট’২৩ : উত্তরের ভূমিপুত্রদের ধোঁকা দিয়েছে তৃনমূল, বিজেপি- উপ নির্বাচনে প্রার্থী হয়েই বিস্ফোরক কেপিপি ইউনাইটেড। বুধবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ি জেলার রিটার্নিং অফিসার তথা জেলা শাসকের কার্যালয়ে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে নিজের মনোনয়ন পত্র দাখিল করতে এসে এমনভাবেই রাজ্য এবং কেন্দ্রকে আক্রমণ করলেন কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড প্রার্থী আইনজীবি রঞ্জিত বর্মন।

বিগত পঞ্চায়েত ভোট প্রসঙ্গ টেনে এনে রাজবংশী সম্প্রদায়ের এই তরুণ নেতা ক্ষোভের সঙ্গে বলেন, বিজেপি এবং তৃণমুল এই দুটি রাজনৈতিক দলই উত্তরবঙ্গের সকল ভূমিপুত্রদের ধোঁকা দিয়েছে। আসন্ন উপ নির্বাচনে ধুপগুড়ির সাধারণ মানুষ এর জবাব দেবে।