জেতার ব্যাপারে দু’শো শতাংশ আশাবাদী মনোনয়ন দাখিল করে বললেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে

বিশ্বজিৎ নাথ : সোমবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করলেন নৈহাটি কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সনৎ দে। তৃণমূল প্রার্থীর সঙ্গে এদিন ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দল ও বীজপুরের বিধায়ক যথাক্রমে সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী। মনোনয়ন জমা দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে দাবি করলেন, জেতার ব্যাপারে তিনি দু’শো শতাংশ আশাবাদী। তাঁর মতে, উপনির্বাচনে আর জি কর কাণ্ডের ঘটনার কোনও প্রভাব পড়বে না। অপরদিকে সাংসদ পার্থ ভৌমিক বলেন, রাজ্যের ছয়টি কেন্দ্রের উপনির্বাচনে মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন। উত্তর ২৪ পরগনার দুটি আসনে বিপুল ভোটে দলীয় প্রার্থীরা জয়লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *