বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৬ জুলাই’২৩ : ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ পাত্রের ভাই পেশায় টোটো চালক কৃশানু পাত্রকে বেধড়ক মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে পলতার শান্তিনগরে টোটো সারিয়ে বাড়ি ফেরার পথে মোহনপুর পঞ্চায়েতের পঞ্চানন পাঠাগারের কাছে কৃশানুকে মারধোর করে বিজেপি প্রার্থী সঞ্জয় পোড়েল ও তার দলবল।

জয়ী প্রার্থী প্রসেনজিৎ পাত্রের অভিযোগ, বন্দুকের বাট, বাঁশ, লাঠি দিয়ে তার ভাইকে মারধোর করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় কৃশানু মোহনপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্যের দাবি, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দের জেরে এই ঘটনা। কিন্তু নিজেদের কলহ ঢাকতে ওরা বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।