জলপাইগুড়ি : রাজ্য রাজনীতিতে উত্তাপ ক্রমশ বাড়ছে। তারই ছায়া এবার জলপাইগুড়িতেও। সোমবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ জানান, “সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়িতেও ছাত্রসমাজ এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।”
তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে খবর, সুকান্ত মজুমদারের সাম্প্রতিক কিছু মন্তব্য বা পদক্ষেপকে কেন্দ্র করে এই কর্মসূচি গৃহীত হয়েছে। একইসঙ্গে, রাজ্যজুড়ে তৃণমূল ছাত্র পরিষদ একযোগে থানায় অভিযোগ দায়ের করছে বলেও জানানো হয়েছে।