পেশী শক্তি, অর্থ শক্তি, প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে জেতে শাসকদল দাবি কংগ্রেস প্রার্থী পরেশ নাথ সরকারের

বিশ্বজিৎ নাথ : তৃণমূল ক্ষমতায় আসার পর বাংলায় যত ভোট হয়েছে সমস্ত ভোটেই পেশী শক্তি, অর্থ শক্তি ও প্রশাসনকে কাজে লাগিয়ে জেতে শাসকদল। উপনির্বাচনেও শাসকদল ভোট ছিনিয়ে নেয়। কিন্তু স্বচ্ছ নির্বাচন হলে তিনি জেতার ব্যাপারে আশাবাদী। যদিও কাউন্টিংয়ের ক্ষেত্রে সিঁদুরে মেঘ দেখছেন কংগ্রেস প্রার্থী।

Trinamool claim of Congress candidate to win elections by using muscle; money power;  administration

তাঁর ক্ষোভ, কাউন্টিং সেন্টার করা হয়েছে নৈহাটি স্টেডিয়ামে। ওই এলাকাটি তৃণমূল প্রার্থীর হোম ওয়ার্ড। বামেদের সঙ্গে জোট বানচাল নিয়ে তিনি বলেন, সিতাই-সহ আরেকটি আসন চেয়েছিল কংগ্রেস। কিন্তু বামেরা ওই সিতাই ছাড়তে চায়নি। তাই জোট ভেস্তে গেছে। তাঁর দাবি, জোট রাজনীতির ক্ষেত্রে বাংলায় জাতীয় কংগ্রেসের অস্বিত্ব বিপন্ন হচ্ছে। তাই এককভাবে লড়লে দলের শক্তি বোঝা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *