লোকসভা নির্বাচনে ৪২ টি আসনে জিতবে তৃণমূল দাবি অর্জুন সিংয়ের (ভিডিও সহ)

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৫ ডিসেম্বর’২৩ : আগামী লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ টি আসনেই তৃণমূল জিতবে। চাকলা চলো অভিযান সফল করার লক্ষ্যে সোমবার সন্ধেয় ভাটপাড়ার ১১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত সভায় হাজির হয়ে এননটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোট সফল হলে তারা দলীয় নেত্রী মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করার দাবি জানাবেন।

পাপ্পুর গ্রেপ্তারি নিয়ে সাংসদ বলেন, ওকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির বিরুদ্ধে তারা আইনী লড়াই জারি রাখবেন। এদিনের সভায় হাজির ছিলেন টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী, ভাটপাড়ার প্রাক্তন উপ-পুরপ্রধান সোমনাথ তালুকদার, মামুদপুর পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান হারান ঘোষ, ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার, কাউন্সিলর সত্যেন রায়, তৃণমূল নেতা সঞ্জয় সিং, অম্বর চক্রবর্তী, মন্নু সাউ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *