জলপাইগুড়ি : বর্ষশেষে জেলা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ, চেয়ারম্যান খগেশ্বর রায়, মন্ত্রী বুলচিক বড়াইকসহ জেলা কমিটির সদস্য ও ব্লক নেতৃত্বরা।
প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ও সাংগঠনিক আলোচনা
সভায় দলের আগামী ১ জানুয়ারির প্রতিষ্ঠা দিবস উদযাপনের পরিকল্পনা নিয়ে বিশদে আলোচনা হয়। জেলা সভানেত্রী মহুয়া গোপ জানান, “বছর শেষে ও আগামী বছরের কর্মসূচি নিয়ে এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”
মাদারিহাট উপনির্বাচনসহ আসন্ন নির্বাচনগুলির বিষয়ে সাংগঠনিক প্রস্তুতির উপরও বৈঠকে জোর দেওয়া হয়। জেলা নেতৃত্ব মনে করছেন, সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে আগামী দিনে দলের অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব হবে।
সভা শেষে মহুয়া গোপের বক্তব্য অনুযায়ী, দলের একাধিক কার্যক্রম এবং কর্মসূচি সফল করতে জেলা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছে।