অরুনকুমার, শিলিগুড়ি, ১২ ডিসেম্বর’২৩ : আজ বাগডোগরা এয়ারপোর্টে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টে নেমে বিরোধী দলনেতা জানালেন রাজ্যকে শেষ করতে নেমেছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে কিছুই নেই। অথচ এদের নেতারা টাকা খেয়ে বসে আছেন। এবারে আর মানুষকে কোনভাবেই ভুল বোঝানো যাবে না। আগামী লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূলকে জবাব দেবে। শুভেন্দু অধিকারী আরো জানান, আমাদের রাজ্যে এখন কিছুই নেই। নেই শিক্ষা, নেই চাকরী। সব মানুষ রাস্তায় বসে আছেন চাকরির দাবীতে। কিভাবে কি হবে কেউ জানেন না। বাংলায় ইষ্কুলের অবস্থা একেবারেই শেষের দিকে। এরপরে গরীব বাচ্চাদের অবস্থা কি হবে কেউ জানেন না।

কেউ এই রাজ্যে থাকতে চান না। সবাই সুযোগ পেলেই বাইরে চলে যান। এখন মুখ্যমন্ত্রী প্রকল্পের দোহাই দিয়ে মানুষের ভোট পেতে চাইছেন কিন্তুু সেটা মানুষ হতেই দেবেন না। কতদিন আর প্রকল্পের দোহাই দেবেন মুখ্যমন্ত্রী। এবারে ওনার খেলা শেষ হয়ে যাবে। শিলিগুড়িতে খেলার মাঠে সভা হচ্ছে আর প্রতিবাদ করতে গেলেই সরকারের কোপে পড়তে হচ্ছে। তাই এবার ওদের শেষ খেলা শুরু, অপেক্ষা করুন আগামী নির্বাচনের জন্য। মানুষ এবারে বুঝিয়ে দেবে কার কত ক্ষমতা। আর একবার চলে গেলে আর ফিরবে না তৃণমূল দাবী শুভেন্দু অধিকারীর। এদিন এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন সাংসদ রাজু বিস্তা এবং বিজেপির স্থানীয় নেতৃত্ব।