কলকাতা, বিশ্বজিৎ নাথ, ৪ মার্চ’২৪ : সোমবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষের সামনে সই করে বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন বরানগরের বিধায়ক তাপস রায়। ইস্তফা দেবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় বলেন, গত পয়লা মার্চ দলীয় সংগঠনের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি। ইস্তফাপত্র সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর কাছে পাঠিয়ে দিয়েছি। ওইদিন সমস্ত সরকারি পদ থেকেও ইস্তফা দিয়েছি। এদিন তিনি আরও বলেন, তৃণমূলের সঙ্গে ২৩-২৪ বছরের সম্পর্ক ছিন্ন করলাম। ইদানিংকালে এত দুর্নীতি। তারপর সন্দেশখালির ঘটনা। সমস্ত বিষয়ে তাঁর মনকে ব্যাপক নাড়া দিয়েছে। তবে বিজেপিতে যোগ দেবেন কিনা, তা ভেবে দেখবেন বলে এদিন জানালেন তাপস রায়।
