কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারি’২৪ : শিলিগুড়িতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হল বৃস্পতিবার। জেলা তৃণমূল সভাপতি পাপিয়া ঘোষ, মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান, বিজেপি যাতা মন্তব্য করে বাজার গরম করতে চাইছে। পাঞ্জাব ভারতের গর্ব তাই পাঞ্জাবী মানুষদের অবদান যদি আমরা ভুলে যাই সেটা মূর্খামী ছাড়া আর কিছু হবে না। কারন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পাঞ্জাবের বীর সন্তানেরা নিজেদের জীবনকে বাজী রেখে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের মানুষের কাছে স্বাধীনতা এনে দিয়েছে। তাই কোথাকার কে কি বলল সেটা নিয়ে যদি বিজেপির মত একটা দল লাফালাফি করে তবে সেটা একেবারেই হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তৃণমূল কংগ্রেস এই কথার তীব্র প্রতিবাদ করছে। কারন দেশের মানুষের সবকিছু যদি আমরা ভুলে যাই তবে সেটা বোকামী হবে। আমরা বিজেপির এই ধরনের উক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল বের করলাম। এদিন মেয়র গৌতম দেব জানান, বিজেপির এই ধরনের মন্তব্য দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরী করে দেবে। তাই বিজেপিকে সবকিছু ভুলে গিয়ে ক্ষমা চাইতে হবে। ওরা সরকার চালিয়ে যাচ্ছে বলে যাতা করে যাবে এটা কখনোই হতে পারে না। আর ভারতের মানুষ তা কখনোই মেনে নেবে না। এদিন মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে ভেনাস মোড় হয়ে এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হয়।
