চাকরি হারানোর ধাক্কা কাটাতে ‘ঔষধ-অস্ত্র’ তুলে নিল তৃণমূল, জলপাইগুড়িতে রাজপথে ছাত্র পরিষদ ও এসটি, এসসি, ওবিসি সেল

লজলপাইগুড়ি : প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকুরী বাতিলের সুপ্রিম কোর্টের রায় তৃণমূলকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ফেলেছে – এমন সময় কেন্দ্রের বিরুদ্ধে পাল্টা আক্রমণে ‘জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি’ ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে পথে নামল তৃণমূল। জলপাইগুড়ির রাজপথে ছাত্র-যুব থেকে শুরু করে ওবিসি সেল, এসসি সেল — সক্রিয় প্রতিবাদ জানালো কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে।

শনিবার জলপাইগুড়ি শহর ব্লক, সদর ব্লক (১) ও (২)–এর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত হয় বিক্ষোভ মিছিল। সমাজপাড়া মোড় থেকে শুরু হয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এই মিছিল। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, “কেন্দ্রীয় সরকার প্রায় ১০০ শতাংশ পর্যন্ত জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। এমনকি স্বাস্থ্য বীমার উপরও চাপানো হয়েছে ১৮% জিএসটি। যা সাধারণ মানুষের চিকিৎসা ব্যয়কে আরও অসহনীয় করে তুলেছে।”

এদিন বিকেলে শহরের কদমতলা মোড়ে তৃণমূল কংগ্রেসের শহর ব্লক এসসি ও ওবিসি সেলের তরফেও প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখতে গিয়ে আইএনটিটিইউসির উত্তরবঙ্গ জোনের প্রেসিডেন্ট স্বপন সরকার বলেন, “এটা কেবল জলপাইগুড়ি শহরে সীমাবদ্ধ নয়। প্রতিটি ব্লকে আমরা এই কর্মসূচি নিচ্ছি। জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে সরকার গরিবের শ্বাসরোধ করছে। আমরা চুপ করে থাকব না।”

পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চাকরি বাতিল ইস্যুতে চাপে থাকা শাসক দল রাজ্যে নতুন রাজনৈতিক ব্যাখ্যার জায়গা তৈরি করতে চাইছে কেন্দ্রের ‘জনবিরোধী’ সিদ্ধান্তকে হাতিয়ার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *