ধুপগুড়ি উপনির্বাচনে জিতে গেল তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ সেপ্টেম্বর’২৩ : ধূপগুড়ি উপনির্বাচনে জিতল তৃণমূল কংগ্রেস। জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়। হারলেন বিজেপির তাপসী রায়। এদিন গণনার শুরু থেকে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়। একবার এক পক্ষ এগিয়ে যায় তো আরেকবার ওপর পক্ষ।

Trinamool Congress won Dhupaguri by-election

তবে ১০ রাউন্ডের গণনা ও লড়াইয়ের পরে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস, যা তাদেরকে আগামী লোকসভা নির্বাচনে বড় স্বস্তি দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জয়ের পর তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় বলেন, প্রথম দিকে পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী ছিলেন এবং শেষপর্যন্ত ধুপগুড়ির মানুষের আশীর্বাদে তার জয় এসেছে।

ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ৪,৩১৩ ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ রায় জয়ী হলেন।

বিজেপি প্রার্থী তাপসী রায় মোট ভোট পেয়েছেন – ৯২৬৪৮ টি।

তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় মোট ভোট পেয়েছেন – ৯৬৯৬১টি।

সিপিএম কংগ্রেস জোট প্রার্থী ইশ্বর চন্দ্র রায় মোট পেয়েছেন ১৩৬৬৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *