কলকাতা : দলীয় প্রার্থীর সমর্থনে ঝান্ডা লাগানোয় ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে মারধোর করার অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলর লালন চৌধুরীর বিরুদ্ধে। আর সেই মারধোরের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এই ঘটনা নিয়ে বলেন, কানাই চৌধুরী নামে এক দলীয় কর্মী ঝান্ডা লাগাচ্ছিল। স্থানীয় তৃণমূল কাউন্সিলর লালন চৌধুরী ছেলেটাকে রাস্তায় ফেলে মেরেছে। পুলিশ এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয় নি। অবিলম্বে ওই কাউন্সিলরকে প্রশাসনের গ্রেপ্তার করা উচিত।

ঘটনা নিয়ে তৃণমূল কাউন্সিলর লালন চৌধুরী বলেন, তাদের কার্যালয়ের সামনে মদ্যপ অবস্থায় একটা ছেলে কাঁধে বিজেপির ঝান্ডা নিয়ে গালাগালি করছিল। ওকে গালাগালি করতে নিষেধ করা হয়েছিল। তাও শোনেনি। তাই ওকে মারতে বাধ্য হয়েছিলাম। তাঁর দাবি, ছেলেটা কোনও দল করে না।