সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়ি সদর ব্লকের বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃনমূল কংগ্রেসের এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের ওপর গত শুক্রবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় সেই সময় যখন নিজের পঞ্চায়েত এলাকা বারোপেটিয়া অঞ্চলের ডোডালিয়াতে মাদক বিরোধী অভিযানে গিয়েছিলেন কৃষ্ণ বাবু। দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত হওয়ার পরেই আহত তৃনমূল নেতার মেয়ে প্রনয়ীতা দাস ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন।

রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানানোর পাশাপাশি ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে সেটিও স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমার বাবা কোনো দাদাগিরি করতে ওই এলাকায় যান নি, দীর্ঘদিন থেকে ওই এলাকার মহিলারা বাবার কাছে অভিযোগ করে আসছিলেন যে অবৈধভাবে ওই এলাকায় মদ, মাদকের ব্যবহার চলছে। বাবা যিনি ওই এলাকার উপপ্রধানও বটে, তিনি নিজের অঞ্চলের মানুষের করা অভিযোগের ভিত্তিতেই ওই দিন সেখানে যান বিষয়টি জানতে, সেই সময় তার ওপর দুষ্কৃতীরা হামলা চালায়।