নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি , ১০ মে : দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল– রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জগন্নাথের প্রসাদ। সেই কথা মতোই মুখ্যমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে জলপাইগুড়ির ৮ নম্বর ওয়ার্ডে শুক্রবার সন্ধ্যায় শুরু হলো ঘরে ঘরে জগন্নাথ প্রসাদ বিতরণ।
এই মহতী উদ্যোগের নেতৃত্বে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ও জলপাইগুড়ি পুরসভার উপ-পুরপিতা সৈকত চ্যাটার্জী। তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে ভক্তিভরে বিতরণ করেন জগন্নাথ দেবের প্রসাদ।
সৈকত চ্যাটার্জী বলেন, “মুখ্যমন্ত্রীর কথা পালন করাটাই আমাদের কর্তব্য। দীঘা থেকে প্রসাদ আনিয়ে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।”
ওয়ার্ডের বাসিন্দাদের অনেকেই এই কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, প্রসাদ পেয়ে তাঁরা আপ্লুত।