সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রনয়ীতা থেকে মহুয়া। জলপাইগুড়ি জেলা পরিষদে নতুন প্রজন্মের প্রার্থীদের প্রাধান্য দিল তৃনমূল।
বুধবার সকালে জলপাইগুড়ি জেলা তৃনমূল সভানেত্রী মহুয়া গোপ জানিয়েছেন, এবার জেলার “নবান্ন” জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে দল নতুন প্রজন্মের প্রার্থীদের প্রাধান্য দিয়েছে।

একদিকে যেমন জলপাইগুড়ি সদর ব্লক থেকে জেলা পরিষদ প্রার্থী হয়েছেন ভিন রাজ্য থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে রাজনীতির ময়দানে প্রথম বার লড়াইয়ে অবতীর্ণ বারোপেটিয়া অঞ্চলের বিদায়ী উপ প্রধান তথা তৃনমূল এসটি, এসসি, ওবিসি, সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের কন্যা প্রনয়ীতা দাস।

ঠিক তেমন ভাবেই ডুয়ার্সের কূমলাই অঞ্চলের তেশিমলা ১৮ নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী হলেন দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। এরই সঙ্গে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলা পরিষদের পরিষেবাকে আরও উন্নত করে তোলার লক্ষে এবার তৃনমূল দলের পক্ষ থেকে জেলা পরিষদ প্রার্থীদের মধ্যে টিকিট দেওয়া হলো প্রাক্তন এবং বর্তমান সভাধিপতিকে।

বর্তমান সভাধিপতি উত্তরা বর্মণ যেমন প্রার্থী হয়েছেন পাশাপাশি ধুপগুড়ি থেকে প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি নূরজাহান বেগমকেও তৃনমূল দল এবারে জেলা পরিষদ আসনে প্রার্থী করেছে।