জলপাইগুড়ি : নির্মাণ শ্রমিকদের জন্য বরাদ্দ অর্থ ভিন্ন খাতে ব্যবহার করছে রাজ্যের তৃণমূল সরকার- এমনই অভিযোগ তুলল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। বুধবার জেলা পরিষদ ভবনে তৃণমূলের সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক বিশেষ শিবিরকে কটাক্ষ করে সিটুর জেলা সম্পাদক কৃষ্ণ সেন বলেন, “২০০৬ সালে বামফ্রন্ট সরকার নির্মাণ শ্রমিকদের জন্য যে সামাজিক প্রকল্প চালু করেছিল, তার মাধ্যমে শ্রমিকরা সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা সহ সাইকেলের যন্ত্রাংশ কেনার জন্য আর্থিক সাহায্য পেতেন।”
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সেই অর্থ ব্যবহার করছে চা বাগানে শিশু রাখার ক্রেস, অ্যাম্বুলেন্স কেনা এবং চা সুন্দরী আবাস প্রকল্পে। কৃষ্ণ সেনের দাবি, “এইসব খাতে টাকা খরচ করে শ্রমিকদের বোকা বানানো হচ্ছে এবং প্রকৃত সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।”