বাগডোগরা, ৪ মার্চ: ভোটের আগে ভোটার তালিকায় গড়মিল খুঁজতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই অভিযানে নামল তৃণমূল কংগ্রেস। বুধবার বাগডোগরায় দলীয় কর্মীরা তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের নেতৃত্বে বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তালিকা যাচাই করেন।
জেলা সভানেত্রী জানান, “এই এলাকায় বেশ কিছু ভুয়ো ভোটারের নাম উঠে এসেছে। দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, “বিভিন্ন ভাগে ভাগ করে এই কর্মসূচি চালানো হচ্ছে। পাশাপাশি দলীয় কার্যালয়ে ক্যাম্পেরও আয়োজন করা হবে, যেখানে ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলবে।”

এদিনের কর্মসূচিতে তৃণমূল কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখেন, ভোটারদের পরিচয়পত্র যাচাই করেন এবং সন্দেহজনক নামগুলির বিষয়ে খোঁজখবর নেন। ভোটের আগে ভুয়ো ভোটারদের নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে ভোটার তালিকা সংক্রান্ত এই বিশেষ পদক্ষেপ তৃণমূলের কৌশলগত চাল। কারণ বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে যে, ভোটার তালিকায় ভুয়ো নাম থাকার কারণে নির্বাচনে অনিয়ম হয়। তৃণমূলের এই কর্মসূচি একদিকে যেমন দলীয় সংগঠনকে চাঙ্গা করবে, তেমনি ভোটারদের মধ্যেও আস্থা বাড়াবে বলে মনে করা হচ্ছে।