ধুপগুড়ি বিধানসভার উপ নির্বাচনে প্রথম চার রাউন্ড শেষে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ সেপ্টেম্বর’২৩ : গননা শুরু। ধুপগুড়ি বিধানসভার উপ নির্বাচনে প্রথম চার রাউন্ড শেষে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী। প্রথম দুই রাউন্ড শেষে বিজেপি এগিয়ে থাকলেও তৃতীয় ও চতুর্থ রাউন্ডে বিজেপি প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে যায় তৃণমূল প্রার্থী।

শুরু হয়ে গেছে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। পোস্টাল ব্যালট, ইলেকট্রনিক্যালিক ট্রান্সমিটেড পোস্টাল ব্যালটে গণনা হবে। দুটি ঘরে মোট ১৪টি টেবিলে প্রায় ১০০ জন গণনাকর্মী এই কাজ করছেন। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন। মোট ১০ রাউন্ড গণনা হবে। ধূপগুড়ি পুরসভা এলাকার গণনা হবে একদম শেষ পর্বে।

সকাল থেকেই কাউন্টিং সেন্টারে ভোট কর্মীরা প্রবেশ করতে শুরু করেছে। সেন্টারে ঢোকার মুখে কাউন্টিং এজেন্টের জন্য কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া হয়। পেন বা কলম সাদা কাগজ ফ্রম ১৭ সি এর পার্ট ১ নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে। তবে মোবাইল, ইলেকট্রিক গেজেট, স্মার্ট ওয়াচ ও জলের বোতল নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দ্বারা করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রের ভেতরে এবং বাইরে।

বকেয়া ডিএ-র দাবি আন্দোলনের আবহে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রথম পর্বের গণনায় এগিয়ে গেল বিজেপি। প্রাপ্ত খবর অনুযায়ী, পোস্টাল ব্যালটে ৪১৮টি ভোট পেয়েছে বিজেপি। ১৬০টি ভোট পেয়েছে তৃণমূল। ১২৭টি ভোট পেয়েছে সিপিএম। এই ফলাফল ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের বড় জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারের হার বলে মনে করছে গেরুয়া শিবির।

ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে গণনার প্রথম রাউন্ডেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে গেল বিজেপি। প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ৮৮৯২ ভোট। তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় পেয়েছেন ৭৩২৮ ভোট। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পেয়েছেন ১৩১০ ভোট। অর্থাৎ ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এখনও পর্যন্ত ১৫৭১ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি।

দ্বিতীয় রাউন্ডের গননাতেও এগিয়ে বিজেপি। ১২০০ ভোটে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের থেকে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়। বানারহাট চা বলয়ে দুই রাউন্ড মিলিয়ে ২৫৮১ ভোটে এগিয়ে বিজেপি।

শুরুতেই বাগানে ধাক্কা। চা বাগানের ভোটে পিছিয়ে তৃণমূল। শহর ও গ্রামের ভোটই এখন ভরসা শাসক দলের। প্রথম রাউন্ডের গননার পর হতাশ হলেও ধাক্কা কাটিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী উপ নির্বাচনে র দায়িত্বে থাকা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

তৃতীয় রাউন্ডের গননা শেষে বিজেপি প্রার্থী তাপসী রায়কে পেছনে ফেলে ১১১৯ ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। তৃণমূল পেয়েছে ১১৭৩৯ টি ভোট আর বিজেপি পেয়েছে ১০৬২০ টি ভোট।

Trinamool is ahead of BJP after the first four rounds of Dhupaguri assembly by-election

চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি থেকে ৩৬০ ভোটে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল পেয়েছে ৩৯ হাজার ৯৬টি ভোট। বিজেপি ভোট পেয়েছে ৩৮ হাজার ৭৩৬টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *