প্রধানমন্ত্রীকে একশো চিঠি পাঠালো তৃণমূলের শ্রমিক সংগঠন

সংবাদদাতা, জলপাইগুড়ি : মোদী সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে ১০০ টি প্রতিবাদ পত্র পাঠালো আইএনটিটিইউসি। শুক্রবার বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবসের দিনে জলপাইগুড়ি সদর (এক) আইএনটিটিইউসি সংগঠনের পক্ষ থেকে জেলা ডাকঘরে এই প্রতিবাদ পত্র লেটার বক্সে ফেলা হয়।

Trinamool labor organization sent a hundred letters to the Prime Minister

এই প্রসঙ্গে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র সদর (এক) এর সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন, একদিকে মোদি সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। তারপর আধার এবং প্যান কার্ড লিংক করানোর জন্য এক হাজার টাকা ধার্য করেছে। সাধারণ মানুষ এত বোঝা বইতে গিয়ে নাজেহাল অবস্থায় পড়ছে। তারই প্রতিবাদ জানিয়ে আজ একশো প্রতিবাদ পত্র পাঠানো হলো পরবর্তিতে দশ হাজার পাঠাবো। এদিনের এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমুল শ্রমিক সংগঠনের নেতা সফিকুল ইসলাম সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *