তৃণমূল নেতা কৃষ্ণ দাসের কুশপুত্তলিকা পোড়ালোআদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা (ভিডিও সহ)

জলপাইগুড়ি : জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগানের আদিবাসী সম্প্রদায়কে অপমান করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার আসামমোড়ের জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামলো আদিবাদী সম্প্রদায়ের নেতা কর্মী ও বাগানের শ্রমিকরা। এদিন আসামমোড়ে তীর ধনুক হাতে আদিবাদীদের প্রতিবাদ ও অবরোধে সামিল হতে দেখা যায়। প্রায় দুই ঘণ্টা অবরোধের জেরে জাতীয় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের কর্মীরা। বেশ কিছুক্ষণ আন্দোলন চলে।

আন্দোলনকারীদের দাবি, জেলা তৃণমূলের নেতা কৃষ্ণ দাস সমাজ মাধ্যমে আদিবাদীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। এর জেরে আদিবাদী সমাজ ক্ষিপ্ত। এদিন ওই নেতার কুশ পুতুল তৈরি করে জাতীয় সড়কে দাহ করা হয়। দ্রুত ওই নেতাকে ক্ষমা চাওয়ার দাবি উঠেছে। এরপর প্রায় দুই ঘণ্টা বাদে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

Trinamool leader burnt effigy of Krishna Das People of tribal community

এদিকে তৃণমূল নেতা কৃষ্ণ দাস জানান, আদিবাসীদের ভুল বোঝানো হয়েছে যে আমি তাদের অপমান করেছি। আমি আদিবাসীদের বিরুদ্ধে কোন কটূক্তি করলে প্রমান দেখাক আমি রাজনীতি ছেড়ে দেব। আমি চাই আদিবাসী সমাজ শিক্ষা দীক্ষায় এগোক। আদিবাসী সমাজ যাতে ভালো থাকে, সুস্থ থাকে তার জন্য আমি নিরন্তর লড়াই করি। আজ আমার কুশপুত্তলিকা দাহ করার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব। তিনি এই ঘটনার জন্য তৃণমূলের কিছু নেতার কথা উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *