জলপাইগুড়ি : দেবাশীষ প্রামানিকের পর এবার জমি জবরদখল কাণ্ডে দল থেকে বহিষ্কার করা হল বহিস্কার করা হলো তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়াস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে রাজ্য তৃণমূলের নির্দেশে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে গৌতমকে বহিষ্কার করা হয়েছে বলে জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতি ছিলেন গৌতম গোস্বামী। সম্প্রতি জমি জবরদখল কান্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ওই একই কাণ্ডে এর আগে ডাবগ্রাম- ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিককেও গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত দুই তৃণমূলই নেতা বতর্মানে পুলিশ হেফাজতে রয়েছে।
