বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৮ এপ্রিল’২৪ : আগামীকাল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। বৃহস্পতিবার দাপুটে তৃণমূল নেতা রাজ বিশ্বাস সদলবলে বিজেপিতে যোগ দিলেন। রাজ উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা ছিলেন।

নৈহাটির দলীয় কার্যালয় সিং ভবনে এদিন রাজ-সহ তাঁর অনুগামীদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও মনোজ ব্যানার্জি। বিজেপি প্রার্থীর দাবি, আগামী দিনে ব্যারাকপুরে তৃণমূল বলে কিছুই থাকবে না। কারন, ওই দলে ১০ শতাংশ লোক লুটেপুটে খাচ্ছে। বাকি ৯০ শতাংশ বঞ্চিত। তারা তৃণমূলের সঙ্গে নেই।